Wb police Recruitment : রাজ্য পুলিশে হোম গার্ড নিয়োগ ,অষ্টম শ্রেনি পাশ হলেই করা যাবে আবেদন

আপনি যদি অষ্টম শ্রেনি পাশ করে থাকেন তাহলে এই খবরটি নেহাত আপনার জন্য । এবার অষ্টম শ্রেনি অর্থাৎ ক্লাস এইট পাশে কয়েক শো হমগারদ নিয়োগ করছে রাজ্য পুলিশ প্রশাসন । সম্প্রতি এই মর্মে সংশ্লিষ্ট জেলা পুলিশ প্রশানের মুখ্য কার্যালয় থেকে এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত  হয়েছে । এ ক্ষেত্রে রাজ্যের যেকোনো প্রান্তের যুবক- যুবতীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন ।  তবে এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তি   ভিত্তিক । নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে লিখিত পরীক্ষা দিতে হবে ।  এরপর প্রার্থীর শিক্ষগত যোগ্যতা এবং শারীরিক মাপজোকের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে সংশ্লিষ্ট জেলা পুলিশের তরফে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র । আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় বিষয় জানতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদনটিতে । WB Police Recruitment 

আবেদন পদ্ধতি –

এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমেই একটি বায়ো ডাটা বা জীবনী পঞ্জি তৈরি করে নিতে হবে । তারপর ওই বায়োডাটার স্বপক্ষে আবেদনকারী প্রার্থীকে তার যাবতীয় নথি পত্র অর্থাৎ ডকুমেন্টের প্রত্যয়িত নকল অ্যা টেস্টেড করে ওই বায়ো ডাটার সঙ্গে জুড়ে দিয়ে সংশ্লিষ্ট জেলার দায়িত্ব প্রাপ্ত আধিকারিকের কাছে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে আবেদন পত্রটি প্রেরণ করতে হবে । আবেদন পত্রে প্রার্থীকে তার সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সাঁটিয়ে দিতে হবে । 

নিয়োগ পদ্ধতি – 

এক্ষেত্রে প্রার্থীকে প্রথমেই দিতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা । এরপর রয়েছে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা । এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তারপর দিতে হবে ১০ নম্বরের ইন্টার্ভিউ । সবশেষে প্রার্থীর শারীরিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে সংশ্লিষ্ট জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

এক্ষেত্রে আবেদন কারী প্রার্থীকে যে সমস্ত ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে সেগুলি হল , 

আদার কার্ড

 ভোটার কার্ড,

প্যান কার্ড

ব্যাঙ্কের পাশ বইয়ের জেরক্স 

বাসস্থানের প্রমাণ পত্র 

শারীরিক মাপজোকের প্রমাণ পত্র 

পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি 

শূন্যপদের বিবরণ –

পদের নাম – হোম গার্ড 

শূন্যপদের সংখ্যা – এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ১০০ টি ।

শিক্ষাগত যোগ্যতা – উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেনি পাশ হতে হবে । তৎসহ আবেদনাক্রি প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে । 

শারীরিক মাপজোকের বিবরণ –   

পুরুষ দের ক্ষেত্রে লম্বায় ১৬০ সেমি এবং ৫১ কেজি ওজন থাকতে হবে ।

মহিলাদের ক্ষেত্রে লম্বায় ১৫২ সেমি এবং ৪৪ কেজি ওজন থাকতে হবে ।

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ এর হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে দৈনিক ৫৬৫ টাকা হারে প্রতিমাসে ১৭,০০০ টাকা বেতন দেওয়া হবে সংশ্লিষ্ট জেলা পুলিশের পক্ষ থেকে । তবে এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর (WEST MEDINIPUR) জেলায় । 

আবেদনের শেষ তারিখ – আগামী ১৭ ই ফেব্রুয়ারি অর্থাৎ 17/02/2023 

More Job News : Click Here


Telegram Channel : Click Here

TAG – #POLICE #HOME GUARD #JOB #RECRUITMENT #WB

Leave a Comment