চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের (WBCSC) মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয় এই পদ গুলিতে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে WBCSC বোর্ড। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WBCSC Job Recruitment
কীভাবে আবেদন করতে হবে : যে সমস্ত আগ্রহী প্রার্থী WBCSC-র সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করবে তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে (https://www.wbcsconline.in ) এই লিঙ্কে ক্লিক করতে হবে। এছাড়াও নিচে অফিসিয়াল ওয়েবসাইট বা আবেদন লিঙ্ক দেওয়া হবে।
আবেদন করতে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে তারপর পুরো আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করার পর ফাইনাল সাবমিট করতে হবে। এর আগে অবশ্যই আবেদন ফী ও জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে। আবেদন কেবল অনলাইনে করতে হবে। কোনো আবেদন পত্র বা ডকুমেন্টস অফলাইন মাধ্যমে জমা করতে হবে না।
অনলাইনের আবেদনের তারিখ সমূহ : এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 01-08-2023 থেকে 31-08-2023 পর্যন্ত।
এডিটিং করতে পারবেন 9-11 সেপ্টেম্বর
পরীক্ষা নেওয়া হবে 17 ডিসেম্বর
আবেদন ফী : এক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির মানুষের জন্য 1200 টাকা, ওবিসিদের জন্য 600 টাকা এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য 300 টাকার আবেদন ফী জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : স্টেট এলিজিব্লিটি টেস্ট (SET) পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষার তারিখ হল 17 ডিসেম্বর।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে, শূন্যপদ ও যোগয়তা সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –
More News : Click Here
Join Telegram Channel : Click Here