West Bengal Job

রাজ্য দপ্তরে বিপুল সংখ্যক পদে চাকরি, মাসিক বেতন 41 হাজার টাকা -WBPDCL Job Recruitment

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্য বিদুৎ দপ্তরে বিপুল সংখ্যক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের সকল বেকার যুবক যুবতীদের কাছ থেকে আবেদন গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে। আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল চাকরি প্রার্থী রাজ্য বিদুৎ দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WBPDCL Job Recruitment 

 

পদের নাম : এক্ষেত্রে সার্ভেয়ার, ওভারম্যান, মাইন ম্যানেজর, ম্যানেজার (মাইনিং), জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হবে। 

 

মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন হিসেবে দেওয়া হবে নূন্যতম পদের ক্ষেত্রে 41 হাজার এবং সর্বোচ্চ 63 হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে। 

 

বয়সসীমা : এক্ষেত্রে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক বয়স হতে হবে 58 বছরের মধ্যে। 

 

শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন। নিদিষ্ট পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে ভিন্ন ভিন্ন। তাই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবেন। 

 

আবেদন পদ্ধতি : এক্ষেত্রে যারা যোগ্য ও আবেদন করতে ইচ্ছুক হবে তাদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যম অবলম্বন করে। অনলাইনে আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (wbpdcl) এ যেতে হবে। এরপর অনলাইন আবেদন শুরু করতে হবে। অনলাইন আবেদন করার পর প্রিন্ট আউট বের করতে হবে। 

 

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদ গুলিতে আবেদন করবে তাদের নিয়োগ করা হবে মূলত সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। প্রথমে মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর মেরিট লিস্ট অনুযায়ী যার নাম উল্লেখ থাকবে তাদের ইন্টারভিউ এ উপস্থিত থাকতে হবে। 

 

আবেদন জমা করার শেষ তারিখ : এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 16 অক্টোবর 2023 তারিখের মধ্যে। 

 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে কিংবা অনলাইন আবেদন করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

Official Notice  Download 
Official Website  Click Here

 

Telegram Channel  Join Now
WhatsApp Group  Join Now

Related Articles

3 Comments

  1. I liked my job cesc dipertment,,i ma education fo class 10= ten class madhyomick bollck exam only 10 know i request for my job vacancy l I am interested,so please my job know,, thanks

  2. Sir I am interested this job, I will be completely hs, i request for my job vacancies. Please Reply 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button