পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
নীচে পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল
মেট্রোলজির পরিদর্শক
শূন্যপদের সংখ্যা: 17 টি
শিক্ষাগত যোগ্যতা: i) বিজ্ঞানের একটি অনুমোদিত বিশ্ববিদ্যালয় স্নাতক (বিষয়গুলির মধ্যে পদার্থবিজ্ঞানের সাথে), প্রযুক্তি বা প্রকৌশল।
অথবা
ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রার্থী ডিপ্লোমা অর্জন করেছেন বা আইনী মেট্রোলজির ক্ষেত্রে 03 বছরের অভিজ্ঞতা সহ একটি স্বীকৃত ডিপ্লোমা ধারণ করেন।
ii) রাজ্যের আঞ্চলিক ভাষা বলতে, পড়তে এবং লিখতে সক্ষম, অর্থাৎ, বাংলা / নেপালি প্রার্থীদের যাদের মাতৃভাষা নেপালি is
বয়সসীমা: 01/01/2020 পর্যন্ত সর্বোচ্চ 36 বছর।
এসসি / এসটি-এর জন্য 05 বছর, ওবিসির জন্য 03 বছর এবং পিডব্লিউডি বিভাগের 45 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। অন্যরা, যদি থাকে – সরকারী মতে নিয়ম।
বেতন স্কেল: 9000- 40700
শূন্যপদগুলি পশ্চিমবঙ্গ সরকারের ভোক্তা বিষয়ক বিভাগের অধীনে আইনী মেট্রোলজি অধিদপ্তরের অধীনে পশ্চিমবঙ্গ সাধারণ পরিষেবাতে রয়েছে। পোস্টগুলি অস্থায়ী তবে সম্ভবত স্থায়ী হতে পারে।
আইনী মেট্রোলজির পরিদর্শক পদে নিযুক্ত নির্বাচিত প্রার্থীকে ভারতীয় আইনী মেট্রোলজি ইনস্টিটিউটে প্রাথমিক প্রশিক্ষণ কোর্সটি সফলভাবে সম্পন্ন করতে হবে এবং পদটিতে নিশ্চিত হওয়ার জন্য বিবেচিত হওয়ার আগে অর্ধ-বার্ষিক বিভাগীয় পরীক্ষা সাফ করতে হবে।
প্রার্থীদের নির্বাচন: প্রার্থীদের বাছাই হবে সাক্ষাত্কারের মাধ্যমে। যেখানে কোনও বিজ্ঞাপনের প্রতিক্রিয়াতে প্রাপ্ত আবেদনের সংখ্যা বেশি, কমিশন উচ্চতর যোগ্যতা / উচ্চতর নম্বর / গ্রেড প্রাপ্তির ভিত্তিতে বা কোনও ভিত্তিতে একটি যুক্তিসঙ্গত সীমাতে সাক্ষাত্কারের জন্য আহ্বান করা প্রার্থীদের সংখ্যাকে সীমাবদ্ধ করতে পারে প্রাথমিক স্ক্রিনিং টেস্ট (পিএসটি)।
পরীক্ষার / সাক্ষাত্কারের জন্য সঠিক তারিখ, সময় এবং ভেন্যু যথাযথভাবে যোগ্য প্রার্থীদের অবহিত করা হবে।
এই জাতীয় তথ্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসিডাব্লুবি) অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে – www.wbpsc.gov.in
*****************************************************************************
সামনে পৌরসভা ভোট এবং তার পরে রয়েছে বিধান সভা ভোট , এই দুই ভোট কে কেন্দ্র করে এই শূন্যপদ পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার।
অনেক শূনপদেে নেওয়া বলে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।। নীচে পড়ুন
পশ্চিমবঙ্গে অষ্টম পাশে প্রচুর গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের উঃ ২৪ পরগনা জেলা থেকে । বিজ্ঞপ্তি জানানো হয়েছে বেশ কিছু সংখ্যক গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে উঃ ২৪ পরগনা জেলার টিটাগর মিউনিসিপালিটিতে । পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আবেদন করা যাবে বলে বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে ।
পদের নাম হল মজদুর৷ একাধিক শূনপদ রয়েছে আবেদনের যোগ্যতা – আবেদনের ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণি পাস তাহলে উক্ত পদে আবেদন করতে পারবে ।
বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে এবং যারা বিভিন্ন সংরক্ষণ ক্যাটাগরিতে পরে তাদের জন্য সরকারি ভাবে যে ছাড় থাকে সেভাবেই থাকবে।।
পিডবলুডি , এসসি ও এসটিদের ৫ বছরের ছাড় থাকবে এবং ওবিসিদের ৩ বছরের ছাড় থাকবে।
আবেদন করতে পারবেন সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে । কোনো আবেদন ফি জমা দিতে লাগবেনা৷
আবেদন পত্রটি জমা করতে হবে টিটাগর মিউনিসিপালিটি চেয়ারমেন এর অফিসে , উঃ ২৪ পরগনা,
আরো বিস্তারিত জানতে ক্লিক করুন www.titagarhmunuciality.gov.in
আবেদনের শেষ তারিখ ১৭ মার্চ পর্যন্ত।।
প্রার্থী যাচাই হবে প্রথমে পরীক্ষা ৮০ নম্বরের এবং তারপর ইন্টারভিউ দিতে হবে ২০ নম্বরের । এর পর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে।।
I***************************************************************************
যার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী আবারও মুখ খুললেন ,
তিনি বলেন, যাঁদের শিক্ষাগত যোগ্যতা থাকবে, তাঁরা অবশ্যই চাকরির পরীক্ষায় ভালো করতে পারবেন। তিনি জানান, বিতর্ক সরিয়ে শিক্ষার মানোন্নয়নই রাজ্য সরকারের মূল লক্ষ্য বলে জানান শিক্ষামন্ত্রী।
*************************************************************
পশ্চিমবঙ্গে বিরাট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পশিমবঙ্গের একটি বেসরকারি সংস্থা থেকে । জানা গিয়েছে এই সংস্থায় মাধ্যমে কয়েক হাজার কর্মী নিয়োগ করবে
পশিমবঙ্গের ১৯ জেলায় এই নিয়োগ করা হবার বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
এই পদগুলিতে আবেদন করতে অষ্টম পাস্ থেকে স্নাতক যে কোনো যোগ্যতা থাকলে আবেদন করা যাবে উক্ত পদ গুলিতে ।
Human Industrial(OPC) Pvt.Ltd. এই সংস্থার মাধ্যমে ৭২২৮ টি শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জানানো হয়েছে ।
বিজ্ঞপ্তিতে তিন ধরনের পদের কথা উল্লেখ রয়েছে 1.District managing operator (80) 2. Block managing operator (680) 3. panchayat selling operator (6478)
যে যে জেলায় নিযোগ করা হবে তার নাম হল -১। পুরুলিয়া ২। মালদা ৩। জলপাইগুড়ি ৪। হুগলী ৫। দক্ষিণ দিনাজপুর ৬। কোচবিহার ৭। পূর্ব বর্ধমান ৮। বাঁকুড়া ৯। মুর্শিদাবাদ ১০। নাদিয়া গা। উত্তর ২৪ পরগনা ১২ । পশ্চিম মেদিনীপুর ১৩। দক্ষিণ ২৪ পরগনা ১৪ । উত্তর দিনাজপুর ১৫। পশ্চিম বর্ধমান ১৬। পুব মেদিনীপুর ১৭। ঝাড়গ্রাম ১৮। অলিপুদুয়ার ১৯। বীরভূম
বয়স হতে হবে ০১-০১-2020 অনুসারে ১৮- ৪০ বছরের মধ্যে ।
আবেদনের ফি হিসাবে ৮০ টাকা দিতে হবে ।
যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের সরাসরি ইন্টারভিউ এ ডাকা হবে ।এসএমএস বা পোস্ট মাধ্যমে ডাকা হবে ।
বেতন দেওয়া হবে 7820 – 42500 টাকা পর্যন্ত ।
আবেদন চলবে 03-03-2020 থেকে 04-04-2020 পর্যন্ত ।
২-৩ মাসের মধ্যে ইন্টারভিউ এ ডাকা হবে বলে জানানো হয়েছে ।
এছাড়া আরো বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিসিট করুন www.hiplopc.in
***************************************************
নিজস্ব প্রতিবেদন :- সামনে পৌরসভা ভোট এবং তার পরে রয়েছে বিধান সভা ভোট , এই দুই ভোট কে কেন্দ্র করে এই শূন্যপদ পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার।
অনেক শূনপদেে নেওয়া বলে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।। নীচে পড়ুন
পশ্চিমবঙ্গে অষ্টম পাশে প্রচুর গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের উঃ ২৪ পরগনা জেলা থেকে । বিজ্ঞপ্তি জানানো হয়েছে বেশ কিছু সংখ্যক গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে উঃ ২৪ পরগনা জেলার টিটাগর মিউনিসিপালিটিতে । পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আবেদন করা যাবে বলে বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে ।
পদের নাম হল মজদুর৷ একাধিক শূনপদ রয়েছে আবেদনের যোগ্যতা – আবেদনের ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণি পাস তাহলে উক্ত পদে আবেদন করতে পারবে ।
বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে এবং যারা বিভিন্ন সংরক্ষণ ক্যাটাগরিতে পরে তাদের জন্য সরকারি ভাবে যে ছাড় থাকে সেভাবেই থাকবে।।
পিডবলুডি , এসসি ও এসটিদের ৫ বছরের ছাড় থাকবে এবং ওবিসিদের ৩ বছরের ছাড় থাকবে।
আবেদন করতে পারবেন সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে । কোনো আবেদন ফি জমা দিতে লাগবেনা৷
আবেদন পত্রটি জমা করতে হবে টিটাগর মিউনিসিপালিটি চেয়ারমেন এর অফিসে , উঃ ২৪ পরগনা,
আরো বিস্তারিত জানতে ক্লিক করুন www.titagarhmunuciality.gov.in
আবেদনের শেষ তারিখ ১৭ মার্চ পর্যন্ত।।
প্রার্থী যাচাই হবে প্রথমে পরীক্ষা ৮০ নম্বরের এবং তারপর ইন্টারভিউ দিতে হবে ২০ নম্বরের । এর পর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে।।