WBPSC Clerkship Exam Date Published! Download Admit Card, Know Syllabus, Salary And Recruitment Process

Rajjak Ali

Written by Rajjak Ali

Published on:

WBPSC Recruitment : Important notification of PSC Clerkship jobs in the state has been released.  Next November 16 exam.  Earlier, WB PSC gave some important information in the notification.  Failure to comply with this information may result in cancellation of the examination.

So if you are a WBPSC Clerkship job aspirant then check the report in detail.  Today’s report discusses the detailed information regarding the clerkship examination through the State Public Service Commission.  Currently there are many vacancies of Clerk posts in various offices in the state.  So the state government is going to recruit staff through WB PSC to fill up the vacancies quickly.  Online application process is already completed.  Exam date and announcement is done.

Wbpsc

WBPSC Clerkship Exam Date Published! Download Admit Card, Know Syllabus, Salary And Recruitment Process

Next English exam is going to be held on 16th November and 17th November.  A new notification has been issued by PSC yesterday before the start of the exam.  Wherein PSC has given some important information which is as follows.

 

WPPSC Clerkship Exam Important Dates:

 WBPSC Clerkship recruitment exam is going to be held on 16th and 17th November 2024.  However, there were many fears that the examination date would be canceled due to by-elections in several states.  But finally PSC has made it clear that the exam will be conducted on the pre-scheduled date.  Therefore, through the notification, the applicants will be able to download the exam admin card from November 2.

 

 WBPSC Clerkship Admin Card Download Process:

 In the WBPSC Clerkship notification, the admit card for the clerkship exam on November 16 and 17 can be downloaded from November 2.  PSC has released the website to download the admit card.  The link to download the admit card online is https://psc.wb.gov.in/ By clicking on this link job aspirants can directly download the admit card by logging in with the application ID and password that they got while applying online.

WBPSC Clerkship Admit Card Download Link 2024

 

WBPSC Clerkship Exam Selection Process:

 The WBPSC Clerkship Exam will be completed in two phases.  In the first step, the job seekers will take a Mcq based test of 100 marks.  The exam time will be 1 hour.  Job aspirants who clear this exam will be called for the second stage exam.  In the second phase, writing test will be conducted in English and Bengali languages.  Finally the final cart of marks will be prepared based on the two tests.  Those who are ahead in this cut off mark will be given the final appointment letter.

ITBP Recruitment 2024, Notification Published, Apply Now

 

WBPSC Clerkship Exam Syllabus:

 WBPSC Clerkship 100 marks Mcq based exam will be conducted here 30 questions of 30 marks will be asked.  40 questions of 40 marks will be asked on General Studies.

 

 30 questions of 30 marks will be asked on Arithmetic.  A total of 100 marks will be asked.  The duration of this exam is 60 minutes.  After clearing the first exam, the job aspirants will have to appear for the second language exam.  A total of 100 marks will be taken here.  Where English subject has 50 marks and Bengali subject has 50 marks.

 

    If you want to see the official notification regarding PSC admit card download, you can download the notification and view the details by clicking on the note link given below.

WBPSC Clerkship Admit Card Download https://psc.wb.gov.in/
Official Website Click Here

 

[sp_easyaccordion id="8528"]

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন

রাজ্যে জয়েন্ট পরীক্ষার ফলাফল শীঘ্রই, কবে প্রকাশিত হচ্ছে? দেখুন বিস্তারিত -WBJEE Result 2025

WBJEE Result 2025 :রাজ্যের লক্ষাধিক ছাত্রছাত্রীদের অধীর অপেক্ষার অবসান এখনও পর্যন্ত হয়নি। রাজ্যের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড (WBJEEB) প্রস্তুত থাকলেও ফল প্রকাশ করতে পারছে না এখনও। কারণ? বিষয়টি এখনও আদালতের বিচারাধীন। সরকার থেকে সবুজ সংকেত না আসা পর্যন্ত ফল ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়ে দিল সংশ্লিষ্ট বোর্ড। তবে কবে প্রকাশিত হবে, এই প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক 

WBJEE Result 2025

কবে প্রকাশিত হবে WBJEE Result 2025?

প্রতি বছর রাজ্যের WBJEE পরীক্ষার ফল সাধারণত মে মাসের শেষে বা জুন মাসের শুরুতেই প্রকাশিত হয়ে থাকে। কিন্তু এবছর সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গেলেও এখনো ফল প্রকাশ করা যায়নি বোর্ডের তরফে।
WBJEEB-এর চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বোর্ড ৫ জুন ২০২৫ তারিখেই ফলাফল প্রকাশের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল সংশ্লিষ্ট বের্ডের। কিন্তু এরপর আদালতে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা ওঠার কারণে পুরো প্রক্রিয়া স্থগিত রাখা হয়।

বর্তমানে বিষয়টি বিচারাধীন এবং বোর্ড সরকারের নির্দেশ ছাড়া ফল প্রকাশ করতে পারবে না তারা। সোনালির বক্তব্য,

“রাজ্য সরকার সংরক্ষণ সংক্রান্ত যা সিদ্ধান্ত দেবে, তার উপর নির্ভর করেই ফলাফল প্রকাশ করা হবে। এখন আমরা সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছি।”

ছাত্রছাত্রীদের হতাশা বাড়ছে

ফল প্রকাশে এই দীর্ঘ বিলম্বে রাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ তৈরি করেছে।
বর্তমানে JEE Mains, JEE Advanced, NEET UG-র মতো সর্বভারতীয় পরীক্ষার ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। অধিকাংশ রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
কিন্তু WBJEE Result 2025 প্রকাশিত না হওয়ায় বহু ছাত্রছাত্রী বাধ্য হয়ে অন্য রাজ্যের বা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে বাধ্য হচ্ছে কারন তারা পিছিয়ে পড়ছে। এতে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আসন ফাঁকা থেকে যাওয়ারও সম্ভাবনা প্রবল তৈরি হচ্ছে।

শিক্ষক মহলের আশঙ্কা, এর ফলে সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

আগেই শুরু হয়ে গিয়েছে ক্যারিয়ার ফেয়ার

প্রতি বছর জয়েন্ট পরীক্ষার ফল প্রকাশের পর রাজ্য সরকারের সহযোগিতায় প্রি-কাউন্সেলিং ক্যারিয়ার ফেয়ার আয়োজিত করা হয়ে থাকে।
কিন্তু এবছর ফল প্রকাশ ছাড়াই ফেয়ার শুরু করে দেওয়া হয়েছে বলে জানা যায়। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশন, ওয়েস্ট বেঙ্গল (APAI-WB)-এর উদ্যোগে প্রি-কাউন্সেলিং এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হয়ে থাকে।

APAI-এর প্রেসিডেন্ট তরণজিৎ সিংহ বলেন,

“আমরা যথেষ্ট চিন্তিত রয়েছি। যদি দ্রুত ফল প্রকাশ না হয়, তাহলে রাজ্যের বহু শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়তে পারে।”

মন্ত্রী কী বললেন?

এই বিষয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান,

“ওবিসি সংরক্ষণ ইস্যুর জন্যই এই বিলম্ব হচ্ছে। তবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবনের সঙ্গে এটি সরাসরি যুক্ত হবে অবশ্যই। আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান হবে এবং শীঘ্রই ফল প্রকাশ করা যাবে।”

এদিকে সরকার এবং বোর্ডের পক্ষ থেকে দ্রুত সমাধান সূত্র খোঁজা হচ্ছে বলে জানা গিয়েছে।

WBJEE Result 2025: দেরির কারণ

মূল কারণ:

  1. ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা বর্তমানে কোর্টে বিচারাধীন রয়েছে।
  2. সংরক্ষণের বিষয়টি আরও পরিষ্কার না হওয়া পর্যন্ত বোর্ড ফল প্রকাশ করতে পারছে না।
  3. সরকারি নির্দেশ ছাড়া বোর্ডের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়।

বিলম্বের সম্ভাব্য প্রভাব

  •  রাজ্যের ছাত্রছাত্রীরা অন্য রাজ্যে চলে যাচ্ছে।
  •  অনেকেই বেসরকারি কলেজে ভর্তি হচ্ছে।
  •  রাজ্যের নামী ইঞ্জিনিয়ারিং কলেজে আসন খালি থেকে যাওয়ার ঝুঁকি।
  •  শিক্ষা প্রতিষ্ঠানগুলির আর্থিক ক্ষতির আশঙ্কা।

পড়ুয়াদের জন্য পরামর্শ

  • WBJEE Result 2025 নিয়ে সরকার ও বোর্ড থেকে আপডেট নিয়মিত চেক করতে থাকুন ।
  • বিকল্প হিসেবে অন্য রাজ্যের অথবা সর্বভারতীয় কলেজে আবেদন করতে পারেন।
  • পরবর্তী কাউন্সেলিং প্রক্রিয়ার সময়সূচি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়মিত চোখ রাখুন।
  • প্রয়োজন হলে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন।

আমরা সকলে জানি রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ভবিষ্যত এখন অনেকটাই সরকারি সিদ্ধান্তের উপর নির্ভরশীল রয়েছে। সরকার দ্রুত নির্দেশ দিলে WBJEE Result 2025 প্রকাশে আর কোনও বাধা থাকবে না বলে জানানো হয়।
বর্তমানে রাজ্যজুড়ে হাজার হাজার পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠান অধীর অপেক্ষায় রয়েছে ফলাফল প্রকাশের জন্য।
তাই আশা করা হচ্ছে, খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে এবং WBJEE এর ফলাফলের দিনক্ষণ ঘোষণা করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

#বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রধানমন্ত্রীর কী বার্তা দিলেন , আসুন জেনে নেওয়া জাক।

#বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রধানমন্ত্রীর কী বার্তা দিলেন , আসুন জেনে নেওয়া জাক।



নিজস্ব প্রতিবেদন :-    করোনার প্রকোপে গোটা বিশ্ব এখন জর্জড়িত৷ গোটা বিশ্বের মানুষ করোনার আতঙ্কে একেবারে কোণঠাসা৷ করোনা মোকাবিলায় গোটা বিশ্বের স্বাস্থ্যকর্মীরা এখন লড়ে যাচ্ছে ৷ বিশ্বের এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য দিবসে সবার এখন একটাই প্রার্থনা, গোটা বিশ্ব যেন দ্রুত করোনা মুক্ত হয়ে উঠে সুস্থ হয় ৷

এই ভাবনা নিয়েই বিশ্ব স্বাস্থ্য দিবসে মঙ্গলবার সকাল সকালই ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের প্রত্যেকটি জনগণের সুস্থতাও কামনা করলেন তিনি ৷ সঙ্গে করোনা মোকাবিলায় তৎপর স্বাস্থ্যকর্মীদেরও ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী ৷

ট্যুইট করে প্রধানমন্ত্রী লিখলেন, ‘আসুন বিশ্ব স্বাস্থ্য দিবসে সবাই শপথ করি ৷ করোনা মোকাবিলায় প্রথমে সামাজিক দুরত্ব বজায় রেখে চলি ৷ নিজেও সুস্থ থাকি ও নিজের পরিবেশকেও সুস্থ রাখি ৷ আসুন আজকের দিনে ধন্যবাদ জানাই সেই সব মানুষকে যারা করোনা মোকাবিলায় রাত-দিন লড়ে যাচ্ছে “।
***************************************************************************

অবশেষে খুশির সংবাদ আসলো সমস্ত ভারতীয় দের জন্য। দীর্ঘ প্রচেষ্টার পর ভারত করোনা ভাইরাস এর মোকাবেলায় প্রস্তুত করল ভেকসিন। করোনা যে ভারতে টিকতে েপারবেনা তার প্রমাণ দিল বিশেষজ্ঞ গন। করোনাকে হারাতেই হবে৷ তামাম বিশ্ব ভ্যাকসিন তৈরিতে লেগে পড়েছে৷ দিনরাত এক করে গবেষণা চালিয়ে যাচ্ছেন চিকিত্‍সাবিজ্ঞানীরা৷ এরই মধ্যে হায়দরাবাদ থেকেই এল আশার খবরটা৷ হায়দরাবাদের সংস্থা ‘ভারত বায়োটেক’ তৈরি করে ফেলেছে করোনার ভ্যাকসিন৷ ভ্যাকসিনটির অ্যানিম্যাল ট্রায়ালের জন্য পাঠানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷  বেশ কিছুদিন ট্রায়াল চলার পর যদি সফল হয়ে যায়, তা হলে ভারতে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া চালু হয়ে যাবে৷ গবেষকরা বলছেন, এই বছরেই ভ্যাকসিন চলে আসছে৷

রিপোর্ট অনুযায়ী, এই ভ্যাকসিনটি মুখে নয়, নাকে ড্রপ দেওয়া হবে৷ এক ফোঁটাতেই কাজ হবে৷ কোরোফ্লু নামের এই ভ্যাকসিন করোনা ছাড়াও অন্যান্য ফ্লু-ও রুখে দেবে৷ ভারত বায়োটেক-এর সিএমডি কৃষ্ণা ইলা জানালেন, করোনা ভাইরাস নাক দিয়েই শরীর ভিতরে প্রবেশ করে৷ তারপর বুকে বাসা বাঁধে৷ ধীরে ধীরে গোটা শরীরে সংক্রমণ হয়৷ তাই ভ্যাকসিনটি নাকে ড্রপ দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে৷

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Rajjak Ali
Rajjak Ali

Rajjak Ali is an experienced content writer with over 5 years of expertise in crafting engaging and informative content. With a passion for writing, Rajjak has successfully delivered high-quality articles, blog posts, and website content for various niches. Rajjak's dedication to delivering captivating content has earned him a reputation for excellence in the field.