Railway IRCTC Job Recruitment : রেলের তরফে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, 31মে আবেদনের শেষ তারিখ

Rajjak Ali

Written by Rajjak Ali

Published on:

দীর্ঘ অপেক্ষার পর ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। যে সকল চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে গেলে চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য অবশেষে সুসংবাদ। রেলের IRCTC দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে সকল চাকরি প্রার্থীদের চাকরির অপেক্ষায় রয়েছেন তারা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে চাইলে শেষ পর্যন্ত পড়বেন। নিচে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হচ্ছে। Railway IRCTC Job Recruitment Railway IRCTC Job Recruitment

নিয়োগের সংস্থা : রেল বিভাগের IRCTC তে কর্মী নিয়োগ করা হবে

 

পদের নাম : এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী কনসালটেন্ট পদে নিয়োগ করা হবে

 

যোগ্যতা সমূহ :

1.সংশ্লিষ্ট নিয়োহের ক্ষেত্রে যেসক চাকরি প্রার্থীরা আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বাধিক ৬৫ বছর কিংবা তার নিচে।

 

2.নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত চাকরিপ্রার্থীর আবেদন করার জন্য ভাবছেন তাদের এক্ষেত্রে আবেদন করতে হলে অবশ্যই তাকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে। অবসরপ্রাপ্ত, পরামর্শ  কিংবা পর্যটন এই 3 বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে অবশ্যই চাকরিপ্রার্থীকে অফিসার নোটিশ ডাউনলোড করে দেখে নিতে।

 

আবেদন প্রক্রিয়া : যে সমস্ত চাকরিপ্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে –

1. এর মাধ্যমে আবেদন করতে গেলে অবশ্যই চাকরি থেকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে

2. এরপর ওই আবেদন পত্রটির প্রিন্ট আউট কপি এরপর A4 পেজে বের করে নিতে হবে

3. ওই আবেদন পত্রের খালি ঘর গুলি নির্ভুলভাবে পূরণ করতে হবে

4. এরপর আবেদন পত্রে পাসপোর্ট সাইজের ছবি বসিয়ে এবং নিজের সিগনেচার করে সঙ্গে জরুরি ডকুমেন্টস সমূহের জেরক্স কপি দিয়ে নিদিষ্ট ঠিকানায় জমা করতে হবে

 

প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ : বেশ কিছু জরুরি ডকুমেন্টস সমূহের জেরক্স কপি জমা করতে হবে –

1. পিপিও

2. পরিষেবা শংসাপত্র

3. শেষ বেতন স্লিপ

4. আধার কার্ড

5. অবসরপ্রাপ্ত শ্রমিকদের মূল সার্ভিস সার্টিফিকেট

6. দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি

7. পরিচয় পত্র

8. অন্যান্য

 

আবেদন ফী : রেলের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে হলে কোনো আবেদন ফী জমা করতে হবে না। তবে অবশ্যই আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন ।

 

বাছাই প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে মূলত লিখিত পরীক্ষা ছাড়াই। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ ও মেডিক্যাল টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে। এছাড়াও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিবেন।

 

আবেদন করার শেষ তারিখ : অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন 31 মে 2024 পর্যন্ত।

Official Website :www.irctc.co.in

Official Notification : Download 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Rajjak Ali
Rajjak Ali

Rajjak Ali is an experienced content writer with over 5 years of expertise in crafting engaging and informative content. With a passion for writing, Rajjak has successfully delivered high-quality articles, blog posts, and website content for various niches. Rajjak's dedication to delivering captivating content has earned him a reputation for excellence in the field.